আত্মরক্ষার জন্য খুন (murder for self-defence)
আত্মরক্ষার জন্য খুন!!
দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ১০০ আনুযায়ী আপনি ব্যক্তিগত আত্মরক্ষার জন্য খুন পর্যন্ত করতে পারেন। তবে মনে রাখতে আপানার যখন সমস্যা হবে শুধু মাত্র তখনই তা প্রয়োগ করতে পারবেন! যদি সঠিক সময় না করেন তবে তা খুন হয়ে যাবে। নিম্নের ৬ অবস্তায় আপনি খুন করতে পারবেনঃ

২। এমন আক্রমণ যার দ্বারা মারাত্মক জখম হওয়ার সম্বাবনা
থাকে। যদি প্রতিহত না করা হয় মারাত্মক জখমই হবে!
৩। ধর্ষণের জন্য আক্রমণ করলে। যদি এমনটা নিশ্চিত হয়
মৃত্যু না ঘটালে এখন ধর্ষণ হবে, তবে সেটা অবশ্যয়ই ধর্ষণের চেষ্টা করার সময় বা
ধর্ষণের সময় হতে হবে।
৪। অসাবাভাবিক কামনা করার জন্য আক্রমণ করলে।
৫। মানুষকে তুলে নেওয়া বা অপহরণ করার জন্য আক্রমণ করা
হয়। যদি কাওকে তুলে নেওয়ার সময় অন্য যে কেহ অপহরণ কারীকে মৃত্যু ঘটাতে পারবে।
৬। যদি কোন ব্যাক্তি কে বেয়াইনি আটক রাখার
আভিপ্রায়ে আক্রমণ করে। এমন আতঙ্ক সৃস্টি
হওয়ার সম্বাবনা থাকে যে , তার মুক্তির
জন্য সরকারী কর্তৃপক্ষ এর আশ্রয় নিতে পারবে না।
ধারা ৯৭ (১) নিজের মানব দেহ বা অপর যে কোন ব্যাক্তির মানব দেহ রক্ষার জন্য এই মৃত্য
ঘটানো যাবে।
কত সময় এই অধিকার প্রয়োগ করা যাবেঃ
ধারা ১০২ অনুযায়ী , যখন থেকে আতংকটি সৃষ্টি হয় তখন থেকে
যতক্ষণ পর্যন্ত আতঙ্ক থাকে। তবে যদি মৃত্যু না ঘটিয়ে নিজেকে রক্ষা করার যথেষ্ট সময়
থাকে তবে মৃত্যু ঘটানো যাবে।
লেখকঃ এইচ এম রুহুল আমিন মোল্লা।
শেয়ার, লাইক, কমেন্ট করে আপনার বন্ধু, আপন জনকে আপনার আইনি অদিকার সম্পর্কে সচেতন করতে সাহায্য করুন।
আপনার যে কোন সমস্যায়, যে কোন আইনি পরামর্শ পেতে কল করুন ০১৬১৮৯৮৯৭৯৭
অনেক করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ReplyDelete