সমকামিতা নিয়ে (homosexuality) আইন ও ইসলাম।

কিছুদিন যাবত আবারও সমকামিতা নিয়ে সারাদেশে ঝড় উঠেছে কিছু মানুষের সমকামিতা সমর্থনের কারণে সাধারণ মানুষের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
চলুন জেনে নেই বাংলাদেশের আইন এবং ইসলামে সমকামিতা নিয়ে কি বলে।

সমকামিতা নিয়ে বাংলাদেশের আইন:
সমকামিতা নিয়ে যদিও বাংলাদেশে কোনো স্পষ্ট আইন নেই কিন্তু বাংলাদেশ দণ্ডবিধির,১৮৬০ এর ৩৭৭ ধারা অনুযায়ী পায়ুমৈথুন শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ, এ আইনে বলা হয়েছে,

কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় কোন পুরুষ, নারী বা পশু সাথে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌন সঙ্গম করে, তবে সে যাবজ্জীবন দণ্ডের দণ্ডিত  হতে পারে অথবা বর্ণনার কারাদন্ডে-যাহার ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড।

সমকামিতা নিয়ে ইসলাম:
কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন যা বলেছেন,

"এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ?
তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।"
(সূরা আল আরাফ,আয়াত: ৮০-৮১)

"সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।"
(সূরা আল শুয়ারা, আয়াত: ১৬৫-১৬৬)

"স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।" (সূরা আন নামল, আয়াত: ৫৪-৫৭)

"ইবনে আব্বাস বলেন, অবিবাহিত কাউকে যদি সমকামিতায় পাওয়া যায় তাহলে তাঁকে পাথর মেরে হত্যা করতে হবে।" (আবু দাউদ, ৩৮:৪৪৪৮)

বাংলাদেশের আইন এবং ইসলাম সমকামিতাকে নিরুৎসাহিত এবং মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। সেই হিসেবে আমরা যারা সভ্য তারা আইনের প্রতি সম্মান রেখে সমকামিতার মত অপরাধ সমর্থন থেকে  দূরে থাকব এবং নিজেকে রক্ষা করে চলব এটাই প্রত্যাশা করি।

আপনার যে কোনো আইনি সমস্যায় কল করুন: 01618 989797

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।