চেক ডিজঅনার মামলা বিষয়ক সাধারণ জিজ্ঞাসা।

 চেক নিয়ে আপনাদের সচরাচর জিজ্ঞাসা।

প্রশ্ন: চেক ডিজঅনার কিভাবে করতে হবে।

উত্তর: চেকের যে ডেট দেওয়া থাকে সেই ডেট থেকে ৬ মাসের মধ্যে আপনাকে অবশ্যই চেক ডিজঅনার করতে হবে। সাথে ব্যাংক থেকে ডিজঅনার স্লিপ নিতে হবে। একের অধিক ডিজঅনার করতে হবে এমন কোন কথা নেই।


প্রশ্ন: ডিজঅনার পরবর্তী করণীয় কি?

উত্তর: ডিজঅনার করার পর ৩০ দিনের মধ্যে অবশ্যই কোন আইনজীবীর মাধ্যমে চেক দাতাকে লিগ্যাল নোটিশ দিতে হবে।


প্রশ্ন: লিগ্যাল নোটিশ দেওয়ার পর কিভাবে মামলা করব।

উত্তর: লিগ্যাল নোটিশে চেক দাতাকে অবশ্যই ৩০ দিন সময় দিতে হবে যেন এর মধ্যে সে টাকা পরিশোধ করে। যদি ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ না করে তাহলে পরবর্তী ৩০ দিনের মধ্যে সিএমএম অথবা সিজিএম কোর্টে সি আর মামলা করতে হবে।

মনে রাখবেন, লিগ্যাল নোটিশ দেওয়ার ৩০ দিন পর এবং ৬০ দিনের মধ্যে অবশ্যই মামলা করতে হবে। অর্থাৎ লিগ্যাল নোটিশ দেওয়ার ৬০ দিনের মধ্যে অবশ্যই মামলা করতে হবে।


প্রশ্ন: মামলায় কেমন খরচ লাগতে পারে?

উত্তর: সেটা নির্ভর করবে আপনার আইনজীবীর উপর।


প্রশ্ন: আমার কাছে চেক আছে কিন্তু সেটার মেয়াদ নাই অথবা ডিজঅনার করিয়েছি কিন্তু সঠিক সময়ে লিগ্যাল নোটিশ পাঠাইনি। এখন আমার করণীয় কি??

উত্তর: আপনি প্রতারণা এবং অর্থ আপনার সাথে মামলা করতে পারবেন। তবে তার পূর্বে একটি লিগ্যাল নোটিশ দিয়ে নিলে ভালো হবে।


প্রশ্ন: প্রতারণা এবং অর্থ আত্মসাতে মামলায় কি টাকা আদায় হয়???

উত্তর: যার কাছে থেকে মাধ্যমে আপনি টাকা পাবেন সে অবশ্যই আপনার টাকা না দিয়ে জেলে খাটবেন না।

তাকে আপোষ করতে হলে আপনার টাকা অবশ্যই দিতে হবে।

সাধারণত এসব মামলায় ম্যাজিস্ট্রেটরা আসামিকে বলে টাকা ফেরত দিয়ে মীমাংসা করে নিতে।

টাকা ফেরত দেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট সাব অবশ্যই চেষ্টা করবেন।


আপনার যে কোন আইনি প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন। 01711-428276


লেখক: এইচ এম রুহুল আমিন মোল্লা।

এলএলবি (অনার্স), এলএলএম, জবি, এমএসএস ইন ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এন্ড লেবার স্টাডিজ। ঢাবি।

এ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট।

Comments

  1. আমরা জানি, ব্যাংক আমানতকারী মৃত্যু না হওয়ার পযর্ন্ত, নমিনি উক্ত আমানতের হকদার নয়।
    দুই জন নমিনি নাবালক। আমানতকারীর মৃত্যুর আগেই একজন নমিনি মৃত্যু বরণ করেছে। বর্তমানে আমানতকারী মৃত্যু বরণ করেছে। যে নমিনি জীবিত আছে সে এখন সাবালক।
    এখন প্রশ্নঃ যে নমিনি আমানতকারীর মৃত্যুর আগেই মৃত্যুর বরণ করেছে, সেই নমিনির পিতা-মাতা উক্ত আমানতের হকদার কিনা?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।