মোহর ছাড়া বিয়ে হলে বিয়ে কি বাতিল হবে?

 মোহর ছাড়া বিয়ে হলে বিয়ে কি বাতিল হবে?

 মুসলিম আইন অনুসারে একটি বৈধ বা ছহিহ্ বিয়ে হতে হলে ৫টি শর্ত পূরণ করতে হয়। দেনমোহর ৫টি শর্তের অন্যতম একটি শর্ত। দেনমোহর ছাড়া বিয়ে বাতিল না হলেও এ ধরণের বিয়ে ফাসিদ বা অনিয়মিত
বা ত্রুটিযুক্ত বিয়ে। যে কোন সময় দেনমোহর নির্ধারণ করা হলে বা পরিশোধ করা হলে ফাসিদ বিয়েটি বৈধ বা ছহিহ্ হয়ে যাবে। দেনমোহর বিয়ের আগে, বিয়ের সময় বা বিয়ের পর নির্ধারণ করা যায়। বিয়ের সময় যদি দেনমোহর নির্ধারিত না হয়ে থাকে, এমন কি স্ত্রী কোন দেনমোহর দাবি করবে না শর্তে বিয়েটি যদি সম্পাদিতও
হয়; তবুও স্ত্রীকে দেনমোহর দিতে হবে। এক্ষেত্রে স্বামী কোন ধরনের শর্ত দেখিয়েই স্ত্রীকে দেনমোহর দেয়া থেকে বিরত থাকতে পারবে না।

প্রশ্ন: দেনমোহর কত প্রকার ?

উত্তর: সাধারণতঃ দেনমোহর দুই
প্রকার-
তাৎক্ষনিক দেনমোহর – তাৎক্ষনিক দেনমোহর স্ত্রী চাওয়ামাত্র পরিশোধ করতে হয় ।
বিলম্বিত দেনমোহর- বিলম্বিত দেনমোহর বিয়ের পর যে কোন সময়ে পরিশোধ করা যায়। তবে মৃত্যু বা বিয়ে বিচ্ছেদের পর দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হয়। তখন দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ।

প্রশ্ন: স্ত্রী কি তালাক বা স্বামীর মৃত্যুর আগে দেনমোহর দাবী করতে পারে ?

উত্তর: হ্যাঁ, স্ত্রী যে কোন সময় দেনমোহর দাবী করতে পারেন। তালাক বা মৃত্যুর সাথে এর কোন সম্পর্ক নেই।
 

প্রশ্ন: বিয়ের সময় আমাকে যে শাড়ি, গয়না, কসমেটিকস্ দেয়া হয়েছিল তা কি দেনমোহর বলা যায় ?

উত্তর: না, বিয়ের সময় দেয়া শাড়ি, গয়না, কসমেটিকস্ কখনোই দেনমোহরের অংশ নয়। বিয়ের সময় স্বামী বা তার পরিবার কর্তৃক স্ত্রীকে দেয়া উপহার দেনমোহর হিসেবে বিবেচিত হবে না। মনে রাখতে হবে যে, উপহার উপহারই; দেনমোহর নয়। অনেক সময় বিয়ের কাবিন নামায় শাড়ি, গয়নার মূল্য ধরে দেনমোহরের একটি অংশকে উসুল ধরা হয়। এটা ঠিক নয়। দেনমোহর স্বামী কর্তৃক স্ত্রীকে দেয়া কিছু অর্থ
বা মূল্যবান সম্পদকে বোঝাবে, অন্য কিছু নয়। যদি কাবিননামায় দেনমোহর হিসেবে স্থাবর বা অস্থাবর সম্পত্তি   দেয়ার কথা উল্লেখ না থাকে তবে স্ত্রীকে উপহারহিসেবে স্থাবর বা অস্থাবর সম্পত্তি দিলে তা দেনমোহর হিসেবে পরিশোধ হবে না।

প্রশ্ন: দেনমোহর কি যৌতুক ?

উত্তর. না, মুসলিম আইন অনুযায়ী দেনমোহর বিয়ের একটি অন্যতম শর্ত। দেনমোহর স্বামী কতৃর্ক স্ত্রীকে পরিশোধ যোগ্য একটি আইনগত দায়। সুতরাং দেনমোহর এবং যৌতুক পুরাপুরি দু’টি ভিন্ন বিষয়।
যে কোন সমস্যায় কল করুন ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

কোর্ট ম্যারেজ কি? কাজী অফিসে গিয়ে বিয়ে করতে যা যা লাগে