অজ্ঞাত নামায় মামলা হলে কি করবেন
কোন একটি ঘটনা ঘটার পর প্রায় দেখা যায় কয়েক জনকে আসামি করে অজ্ঞাত নামায় আরো অনেকে অথবা সংখ্যা উল্লেখ করে মামলা করা হয়। অপরাধটি সম্পর্কে আপনি কিছুই জানেন না বা অপরাধীদের চিনেন না তাও আপনি সন্দেহভাজন হয়ে মামলার সাথে জড়িয়ে পরতে পারেন।
এরকম পরিস্থিতিতে নিজেকে বাচানোর জন্য যা করবেন :
১) ঘটনা বুঝে এলাকা থেকে গাঁ ঢাকা দিতে পারেন।
২) এলাকায় আজেবাজে আড্ডা দেওয়া বন্ধ করুন।
৩) অপরিচিত ব্যাক্তি থেকে সর্তক থাকুন।
৪) আজে বাজে কথা বলা পরিহার করুন।
৫) ঘটনা সম্পর্কে অন্যের কাছ থেকে জানার চেষ্টা হতে বিরত থাকুন।
৬) পুলিশের জিজ্ঞাসাবাদে সহজ সরল সত্য উওর দিন।
মনে রাখবেন পুলিশরা ঘটনার সূত্র ধরে আসামি খোঁজে না, আসামি ধরে ঘটনার সূত্র খোঁজে
01618989797
এরকম পরিস্থিতিতে নিজেকে বাচানোর জন্য যা করবেন :
১) ঘটনা বুঝে এলাকা থেকে গাঁ ঢাকা দিতে পারেন।
২) এলাকায় আজেবাজে আড্ডা দেওয়া বন্ধ করুন।
৩) অপরিচিত ব্যাক্তি থেকে সর্তক থাকুন।
৪) আজে বাজে কথা বলা পরিহার করুন।
৫) ঘটনা সম্পর্কে অন্যের কাছ থেকে জানার চেষ্টা হতে বিরত থাকুন।
৬) পুলিশের জিজ্ঞাসাবাদে সহজ সরল সত্য উওর দিন।
মনে রাখবেন পুলিশরা ঘটনার সূত্র ধরে আসামি খোঁজে না, আসামি ধরে ঘটনার সূত্র খোঁজে
01618989797
Comments
Post a Comment