গর্ভপাতের(Abortion)শাস্তি

 গর্ভপাতের(Abortion)শাস্তি

১. দন্ডবিধির ধারা ৩১২ অনুযায়ী, কোন পুরূষ যদি কোন যুক্তিযুক্ত কারণ ছাড়াই কোন নারীর গর্ভপাত করায় তাহলে তার সর্বোচ্চ শাস্তি তিন বছরের জেল,আর্থিক জরিমানা অথবা উভয় শাস্তি। যদি গর্ভপাতের আগে নারীটি শিশুটির বিচরণ অনুভব করেন তাহলে ঐ পুরুষের সর্বোচ্চ শাস্তি ৭ বছরের জেল এবং অর্থদন্ড।যদি কোন নারী কোন পুরুষের ইন্ধন ছাড়া কাজটি সম্পন্ন করেন তাহলে নারীটির জন্যও সমান শাস্তি বরাদ্ধ করা হয়েছে।
২. নারীর সম্মতি ছাড়াই যদি কোন পুরুষ কোন নারীর গর্ভপাত করান তাহলে দন্ডবিধির ধারা ৩১৩ অনুযায়ী ওই পুরুষের সর্বোচ্চ শাস্তি সশ্রমে অথবা বিনাশ্রমে ১০ বছরের কারাদন্ড এবং আর্থিক জরিমানা।
৩. যদি কোন ব্যক্তির গর্ভপাত করানোর উদ্দেশ্যে করা কোন কাজে নারীটির মৃত্যু হয় তাহলে দন্ডবিধির ধারা ৩১৪ অনুযায়ী, ওই ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের জন্য জেল এবং অর্থদন্ড হবে। এছাড়া যদি কাজটি নারীর সম্মতি ছাড়া হয় তাহলে ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড হবে।
৪. কোন ব্যক্তি যদি এমন কোন কাজ করে যাতে নারীগর্ভের শিশুটি ভুমিষ্ট হওয়ার পরপরই মারা যায় তাহলে ধারা ৩১৫ এবং ৩১৬অনুযায়ী ওই ব্যক্তির ১০ বছরের জেল এবং অর্থদন্ড হবে।
৫. কোন ব্যক্তি যদি শিশুটির জন্ম গোপন করার উদ্দেশ্যে গোপনে শিশুটিকে কবর দেয় বা অন্য কোনভাবে তার অস্তিত্ব গোপন করতে চায় তাহলে ওই ব্যক্তি সর্বোচ্চ দুই বছর সশ্রম অথবা বিনাশ্রমে কারাদন্ড ভোগ করবে এবং তার জরিমানাও হবে।
আপনার যে কোন সমস্যায় কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।