ব্যভিচার কি?

Adultery -দন্ডবিধির ৪৯৭ ধারায় বলা হয়েছে। একজন পুরুষ ব্যক্তি কোন মহিলার সাথে marital relation করলে এটা জেনে যে,  ঐ মহিলাটি অন্য লোকের বঊ। এর সাজা হবে ৫ বছর কারাদন্ড। point to be noted here, মহিলাটির consent থাকলে ও পুরুষের সাজা হবে,  কারণ অন্য আরেকজন বউ, তুমি কুদৃষ্টি দিবা কে?  বতর্মানে যে পরকিয়ার trend চলতেছে,  এটা একটা যুগপোযোগী section আমি মনে করি।  দন্ডপ্রণিত হয় ১৮৬০। তখন আমাদের সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত রক্ষণশীল। এরকম সময়ে পরকীয়ার কথা কেউ চিন্তা করছে বলে মনে হয় না। ঐ সময় ব্রিটিশ রা এই provisions দন্ডবিধিতে রেখেছে। অর্থাৎ তারা কতটা দূরদর্শী সম্পন্ন ছিল। এই কারণেই ১৫০-২০০ বছরের পুরাতন আইন দিয়ে আমাদের legal system চলে।  ১৮৬০ সালের দন্ডবিধির চেয়ে ভাল আইন ২০১৮ সালে ও আমাদের পক্ষে বানানো সম্ভব না। আমারা যা বানাই সেটা তে জনমতের কোন দরকার হয় না। তাই আইন পাশ হবার সাথে সাথে সাংবাদিক মহল থেকে বুদ্ধিজীবীর মহল সব জায়গায় খালি সমালোচোনার ঝড় উঠতে থাকে। "Digital security act,2018 " এবং "ICT act, 2006" পড়েo আমার তাই মনে হইছে। ICT এর ৫৭ ধারা বাদ দিতে গিয়ে Digital এ ৩২ ধারা রাখছে।  জনগণ এবং গণমাধ্যম কে কি ভাবে দমিয়ে রাখতে আমাদের সাংসদ তা খুব ভাল ভাবে জানে।  অথচ উপনিবেশ আমলে তৈরী বিদেশি শাসক দের তৈরী আইনে ও জনমত এবং জনগণের প্রতিফলন এর সুস্পষ্ট ছাপ পাওয়া যায়।
আপনার যে কোন সমস্যায় কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

লেখক: তৌকির আকবার
ছাত্র, আইন বিভাগ, BUP

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।