কি ভাবে বিয়ে করতে হয়?



বিয়ে হল জন মানুষ এক জন পুরুষ অন্য জন মহিলা এর চিরস্থায়ী ভাবে বসবাসের জন্য একটি চুক্তি। যার জন্য নিবন্ধন করতে হয়, তা কাজীর মাধ্যমে  অথবা কোর্টের মাধ্যমে।
 
যে কাগজে এই নিবন্ধন করা হয় তা- কাবিননামা নামে পরিচিত ... বিয়ে নিবন্ধনের পর কাজী তথা নিকাহ রেজিষ্টার স্বামী স্ত্রীকে কাবিননামার সত্যায়িত কপি প্রদানে বাধ্য ... বিবাহে স্বামী স্ত্রী' পূর্ণ সম্মতি রয়েছে কি-না, () বিয়ের সাক্ষীগণ উপস্থিত কি-না এবং () দেমমোহরের পরিমাণ যথাযোগ্য কি-না এবং তার কত অংশ আদায় করা হয়েছে

তবে ছেলের ক্ষেত্রে ২১ বছর মেয়ের ক্ষেত্রে ১৮ বছর নুন্যতম হতে হবে!
সাথে আপনি কোর্টের মাধ্যমেও করতে পারবেন। তার জন্য আপনাকে একজন উকিল এর কাছে যেতে হবে। উকিল আপনাকে হলফনামা এর সাথে কাজীর মাধ্যমেও বিয়ে করিয়ে দিবে। যেন আপনার ভবিষ্যৎ কোন প্রকার সমস্যায় না পরতে হয়।  

আপনার যে কোন প্রইয়োজনে আমাদের সাহায্য নিতে পারেন।  সাহায্য পেতে কল করুন (যদি বন্ধ থাকে তবে বার্তা দিন)
  ০১৬১৮৯৮৯৭৯৭,

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।