ইস্লামে বিয়ে কত প্রকার

ইসলাম অনুযায়ী  বিয়ে ৩ প্রকারঃ বৈধ, অনিয়মিত, বাতিল।

১. বৈধঃ যা ইসলামের হুকুম আহকাম মেনে আদায় করা হয়। নুন্যতম ২ জন সাক্ষী, ইজাব, কবুল, মোহরানা আদায় করে করতে হয় তাই বৈধ বিয়ে!

২. অনিয়মিতঃ কিছু কারনে এই বিয়ে অনিয়মিত হয়ঃ
a. যদি সাক্ষী না থাকে
b. যদি প্রিয়ড চলাকালীন হয়, এবং শেষ হলেই তা বৈধ হয়ে যাবে.
c. যদি অন্য ধর্ম এর কোন মেয়েকে বিয়ে করে , ইসলাম গ্রহন না করা পর্যন্ত অনিয়মিত থাকবে।
d. যদি চার এর অধিক বউ হয়। ৫ম বউ অনিয়মিত হবে।

ফলাফলঃ
১. ঠিক করে নিলে নিয়মিত  হয়ে যাবে।
২. বাচ্চা হলে বৈধ।

৩. বাতিল বিয়েঃ যদি কোন নিষিদ্ধ সম্পর্কের মধ্য বিয়ে হয়! যাদের বিয়ে করা হারাম তাদের বিয়ে করাই হল বাতিল বিয়ে!

আপনার যে কোন আইন
জিজ্ঞাসায় কল করুনঃ ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।