আদেশমূলক নিষেধাজ্ঞা (Mandatory Injunction) কখন হয়

আদেশমূলক নিষেধাজ্ঞা দ্বারা আদালত বিবাদীকে কোন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। এই কাজটি বাদীর অধিকার ভঙ্গের ফলে সৃষ্টি হয়েছে। আদেশমূলক নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল নালিশি সম্পত্তি বা বিষয়বস্তুকে পুর্বের অবস্থায় ফিরিয়ে আনা। এটাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞাও বলে।
কোনো বাধ্যবাধকতা ভঙ্গ করাবে রোধ করার জন্য কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বাধ্য করার আদেশ দেওয়াকে বাধ্যতামূলক বা আদেশমূলক নিষেধাজ্ঞা বলে।

১৮৭৭ সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫৫ ধারায় আদেশমূলক নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়েছে।
যখন একটি বাধ্যবাধকতা (obligation) ভঙ্গকে রোধ করার জন্য এমন নির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা আবশ্যক হয় তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে (Discretionary power) বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করা এবং সেই সঙ্গে প্রয়োজনীয় কার্য সম্পাদনে বিবাদীকে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। 

এমন অনেক সময় হয় যে, বাদী অস্থায়ী নিষেধাজ্ঞা নেওয়ার উদ্যোগ গ্রহণের সাথে সাথে বিবাদী তাড়াহুড়া করে অপকর্মটি সম্পন্ন করে ফেলে।
এমতাবস্থায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি অনেক সময় অর্থহীন হয়ে পড়ে। এক্ষেত্রে আদালত শুধু নিষেধাজ্ঞা জারীই করবেন না, সাথে সাথে বিরোধীয় সম্পত্তি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্যও যথাপযুক্ত আদেশ প্রদান করবেন। আর এই ধরণের আদেশকে আদেশমূলক নিষেধাজ্ঞা বলে। 

উদাহরণঃ একজন তার বাড়ি নির্মাণ কালে যদি তার বাড়ির ছাদের প্রান্তভাগ প্রতিবেশীর জমির উপর প্রসারিত করে ফেলে এবং প্রতিবেশীর নিষেধ সত্ত্বেও যদি নির্মাণ কাজ চালিয়ে নিতে থাকে তাহলে প্রতিবেশী তার জমির উপর যতখানি ছাদের প্রান্তভাগ পড়েছে ততখানি ভেঙ্গে ফেলার জন্য এই ধারা অনুযায়ী মামলা করতে পারবে।

লাইক দিয়ে, পোস্ট সম্পর্কে মন্তব্য করে এডমিনকে উৎসাহ প্রাদান করুন।
বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন। 

আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

  1. Top 20 best new slot machines in 2021 - JTM Hub
    Here's a 과천 출장마사지 look at 남양주 출장샵 the best new slot machines, as 청주 출장안마 you'll be 시흥 출장샵 able 광양 출장안마 to play in more than five casino games at the same time.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।