নিষেধমূলক নিষেধাজ্ঞা (Prohibitory Injunction) কখন, কিভাবে করতে হয়।

বিবাদীকে কোন অন্যায় কাজ করা হতে বিরত থাকার জন্য নির্দেশ দিয়ে আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে নিষেধমূলক নিষেধাজ্ঞা বলে।

আসন্ন অন্যায় কাজকে প্রতিহত করার জন্য আদালত নিষেধমূলক নিষেধাজ্ঞা জারি করেন। কোন চুক্তিভঙ্গ রোধ করার প্রয়োজনীয়তা দেখা দিলে এই ধরণের নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে। নিষেধমূলক নিষেধাজ্ঞা হল এক প্রকারের নিরোধক প্রতিকার (Preventive relief)।

সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৫২ ধারা অনুসারে এই প্রকারের নিষেধাজ্ঞা অস্থায়ী বা চিরস্থায়ী উভয় রকম হতে পারে।

উদাহরণঃ করিম এর বাসার জানালার আল-বাতাস বন্ধ করার জন্য রহিম একটি উচু দেয়াল তৈরী করার প্রস্তুতি নেয়। রহিম এর এই ধরণের কাজ বন্ধ করার জন্য করিম নিষেধমূলক নিষেধাজ্ঞা পেতে পারে।

লাইক দিয়ে, পোস্ট সম্পর্কে মন্তব্য করে এডমিনকে উৎসাহ প্রাদান করুন।
বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন।
আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।