144 জারি কি,কে করতে পারে এবং কেন করতে পারে

Situation of section 144
 (ধারা-১৪৪ ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮) 

১৪৪ ধারা জারি কি:
বহুল পরিচিত ১৪৪ ধারা আমরা কম বেশি সবাই জানি। যে সব কারনে ১৪৪ জারি করা হয়। 
১. যদি আইন অনুযায়ী কোন কার্য করতে কাওকে   বাধা বিরোধ বা ক্ষতির আশংকা থাকে।
২. মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিপন্ন হবার আশংকা থাকে।
৩. যখন জনগনের শান্তি দাঙ্গা বা মারামারির মাধ্যমে বিঘ্নিত হয়। 
৪. পরিস্থিতি জরুরী ও জটিল হলে। এমন আশংকা দেখা দিলে ১৪৪ ধারা জারি করা যায়। এর মাধ্যমে মানুষের চলাফেরার উপর শর্ত সাপেক্ষ নিষেধাজ্ঞা জারি করে পরিস্থিতি শান্ত করা যায়। 

১৪৪ যিনি জারি করতে পারে:
১. জেলা ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট 
২. মেট্রোপলিটন এলাকার জন্য পুলিশ কমিশনার 

কত দিনের জন্য হবে:
সর্বোচ্চ ২ মাসের জন্য এমন ১৪৪ জারি করা যায়। 

বাতিলের জন্য করণীয়:
১৪৪ ধারা বাতিলের জন্য দায়রা আদালতে রিভিশন করা যায়।

বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন। 

আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।