ফোরটুয়েন্টি কি এবং মানুষকে কেন বলা হয়!

আমরা সবাই প্রতারক কে ফোরটুয়েন্টি বলে থাকি। এর একই আইনি ব্যাখ্যা আছে, চলুন জেনে আসি ফোরটুয়েন্টি আসলে কি। 
দন্ডবিধির ৪১৫ ধারায় প্রতারনা (cheating) এর সংজ্ঞা উল্লেখ আছে। তা বিশ্লেষণ করলে এই পাওয়া যায় যে, যদি কোন ব্যক্তি ছলনা, প্রবন্ব্চনা বা অসাধুপায়ে অন্যর সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করে তবে সে প্রতারণা করেছে। সেটা হতে পারে অন্যর অনুকুলে প্রদানে প্ররোচিত করা। 
আবার যদি কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে কোন এমন প্ররোচনা করা যে, সে যদি প্ররোচিত না করতো ঐ ব্যক্তি তার কাজটি করত। যা না করার কারনে উক্ত ব্যক্তির দেহ, মন, খ্যাতি বা সম্পত্তির ক্ষতি হয়েছে বা সম্ভাবনা তৈরী হয়েছে।  উল্লেখ্য সম্পত্তি বলতে স্থাবর, অস্থাবর সকল সম্পত্তি হবে। 
ধারা-৪১৬: যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তি বলে প্ররোচনা করে তবে তা হবে ছদ্মবেশে প্রতারণা। 

প্রতারণার শাস্তি:
ধারা-৪১৭: প্রতারণার শাস্তি ১ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় শাস্তি এক সাথে হতে পারে।  

ধারা-৪১৯: ছদ্মবেশে প্রতারণা করলে ৩ বছর পর্যন্ত কারাদন্ড বা অর্থদন্ড বা উভয় শাস্তি এক সাথে হতে পারে।  

##_ধারা_৪২০: প্রতারণার করে অসাধুভাবে সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করলে  ৭ বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে সাথে অর্থদন্ড হবে। 

#_প্রতারনার সর্বোচ্চ শাস্তি ৪২০ ধারাতে উল্লেখ তাই বড় ধরনের প্রতারক বা সর্বোচ্চ প্রতারক বুঝাতে ফোরটুয়েন্টি বলা হয়। 

বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন। 

আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।