আপনিও অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন!

আমরা রাস্তা ঘাটে এমন ঘটনা দেখি যে, অনেকে অপরাধ করে সকলের সামনে দিয়ে চলে যাচ্ছে আমরা কিছু বলতেছি না। আমরা মনে করি তাকে আটক করা শুধু পুলিশের কাজ। প্রকৃত পক্ষে আমাদেরও গ্রেপ্তার (আটক) করার আধিকার আছে, চলুন বিস্তারিত জেনে নেই!

দন্ডবিধির ধারা-৫৯ তে উল্লেখ আছে, যে কোন সাধারন মানুষ গ্রেপ্তার করতে পারবে। দুই শ্রেণীর মানুষকে আপনি গ্রেপ্তার করতে পারবেন।

১. যদি কেহ আপনার সামনে আমল যোগ্য অপরাধ করে। আমলযোগ্য আপরাধ হল যে কাজ করলে পুলিশ কোন ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আপনি যদি মনে করেন যে অপরাধটি করেছে সেটা আপনার কোন পুলিশ অফিসার থাকলেও গ্রেপ্তার করত তবে আপনিও গ্রেপ্তার করতে পারবেন।
২.পূর্ব ঘোষিত কোন অপরাধী, যে পলাতক রয়েছে তাকেও গ্রেপ্তার করতে পারবেন।

গ্রেপ্তারের পর যত দ্রুত সম্ভব আপনি তাকে নিকটস্থ থানায় খবর দিয়ে কোন পুলিশ অফিসারের নিকট প্রেরন করবেন। অথবা সরাসরি ওসি সাহেবের নিকট প্রেরন করবেন। 

বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন। 

আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।