আগাম জামিন কিভাবে নিতে হয়!
আগাম জামিন হাইকোর্ট কর্তৃক সচরাচর ব্যবহার করা হয় ৷ আটকের সম্ভাবনা আছে এমন কোন ব্যক্তিকে আটকের পূর্বে যখন জামিন দেওয়া হয় তখন তাকে আগাম জামিন (Anticipatory bail) বলে।
জামিন অযোগ্য অপরাধে আটকের সম্ভাবনা আছে মনে করলে, কোন ব্যক্তি হাইকোর্টে বা দায়রা আদালতে জামিনের আবেদন করতে পারবেন।
ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এ আগাম জামিন (anticipatory bail) সম্পর্কে কোন সুনির্দিষ্ট বিধান নেই।
উক্ত আইনের ৪৯৮ ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে জামিন মঞ্জুরের অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে তবে সে ক্ষমতা বিচার বিবেচনায় সাথে প্রয়োগ করতে হবে I শুধুমাত্র ৪৯৮ ধারায় আগাম জামিনের আবেদন করা যায় অন্যকোন ধারায় আবেদন করা যায় না।
আগাম জামিন মন্জুর করার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের একই ক্ষমতা প্রয়োগ করতে পারে।
জামিনের আদেশ এবং আগাম জামিনের আদেশের মধ্যে পার্থক্য হলো জামিনের আদেশ অভিযুক্তকে আটকেৱ পরে মঞ্জুর করা হয় ও জামিনের আদেশ বলতে বোঝায় পুলিশ হেফাজত হতে আটককৃত অভিযুক্তকে মুক্তি দেওয়া ৷
অন্যদিকে আগাম জামিন আটকের পূর্বে মঞ্জুর করা হয়। যে পদ্ধতির মাধ্যমে অভিযুক্ত আটক থেকে মুক্ত থাকে।
লাইক দিয়ে, পোস্ট সম্পর্কে মন্তব্য করে আইন জিজ্ঞাসার এডমিনকে উৎসাহ প্রাদান করুন।
বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন।
আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭
জামিন অযোগ্য অপরাধে আটকের সম্ভাবনা আছে মনে করলে, কোন ব্যক্তি হাইকোর্টে বা দায়রা আদালতে জামিনের আবেদন করতে পারবেন।
ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এ আগাম জামিন (anticipatory bail) সম্পর্কে কোন সুনির্দিষ্ট বিধান নেই।
উক্ত আইনের ৪৯৮ ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতকে জামিন মঞ্জুরের অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে তবে সে ক্ষমতা বিচার বিবেচনায় সাথে প্রয়োগ করতে হবে I শুধুমাত্র ৪৯৮ ধারায় আগাম জামিনের আবেদন করা যায় অন্যকোন ধারায় আবেদন করা যায় না।
আগাম জামিন মন্জুর করার ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ এবং দায়রা আদালতের একই ক্ষমতা প্রয়োগ করতে পারে।
জামিনের আদেশ এবং আগাম জামিনের আদেশের মধ্যে পার্থক্য হলো জামিনের আদেশ অভিযুক্তকে আটকেৱ পরে মঞ্জুর করা হয় ও জামিনের আদেশ বলতে বোঝায় পুলিশ হেফাজত হতে আটককৃত অভিযুক্তকে মুক্তি দেওয়া ৷
অন্যদিকে আগাম জামিন আটকের পূর্বে মঞ্জুর করা হয়। যে পদ্ধতির মাধ্যমে অভিযুক্ত আটক থেকে মুক্ত থাকে।
লাইক দিয়ে, পোস্ট সম্পর্কে মন্তব্য করে আইন জিজ্ঞাসার এডমিনকে উৎসাহ প্রাদান করুন।
বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন।
আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭
Comments
Post a Comment