থানায় কিভাবে ফৌজদারী মামলা করতে হয়।

থানায় দুই ভাবে ফৌজদারী #মামলা করা যায়। এজহার বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে ও সাধারন ডায়েরীর মাধ্যমে।

#এজহার বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে মামলা:
ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ধারা-১৫৪ অনুযায়ী, যে ব্যাক্তি কোন আমলযোগ্য অপরাধ দেখেছে সে বা শুনেছে সে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর দরখাস্ত আকারে অভিযোগ দায়ের করতে পারে। যাকে এজহার বলে। যদি অভিযোগকারী মৌখিক ভাবে কোন অপরাধের সংবাদ প্রদান করে তবে ওসি তার নির্দেশিত মতে লিখিত আকারে নিতে পারে। লিখিত আকারে অভিযোগ নেওয়ার পর তা থানার বি.পি. ফর্ম নং-২৭ এ লিপিবদ্ধ করবে। যা প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত। প্রাথমিক তথ্য বিবরণীর নিচে অভিযোগকারী স্বাক্ষর করবে বা টিপসহি দিবে। এই মামলাকে জি.আর মামলা বলে।

সাধারন ডায়েরী (#জিডি) এর মাধ্যমে মামলা:
ধারা-১৫৫ অনুযায়ী যদি অভিযোগটি আমলইযোগ্য হয় তবে তা থানায় রক্ষিত ফর্ম নং-৬৫ তে লিপিবদ্ধ করবে। এবং সংবাদ দাতাকে নিকটস্থ আমলী আদালতের ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরন করবে। ম্যাজিস্ট্রেট ধারা- ১৯০ অনুযায়ী আমলে নিবে। সাধারনত ম্যাজিস্ট্রেট থানায় তদন্তের জন্য পাঠায়। এই পদ্বতিতে দায়েরকৃত মামলাকে নন-জি.আর মামলা বলে।

লাইক দিয়ে, পোস্ট সম্পর্কে মন্তব্য করে এডমিনকে উৎসাহ প্রাদান করুন।
বন্ধুদের সাথে শেয়ার করে #আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন।
আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।