ঘোষণামূলক মোকদ্দমা কোন বিষয়ে করা যায়

সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ এর ৪২ ধারা অনুযায়ী ২ টি বিষয়ে #ঘোষণামূলক মোকদ্দমা করা যায়।

১. কোন ব্যক্তির আইনগত পরিচয়। আইনগত পরিচয় বলতে ব্যক্তির পরিচয়ের বিশেষ অধিকারকে বুঝায়। যেমন: বৈধতা, দত্তক, বিবাহ, তালাক কে বুঝাবে। যদি কারো বিরোধ্য তার আইনগত পরিচয় অস্বিকার করা হয় তখন সে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে।
কোন পদের অধিকার থাকা ব্যক্তির যদি পদ অস্বীকৃত হয় তখনও সে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে। যেমন কলেজের অধ্যক্ষের পদ কেহ অস্বীকার করলে বা করার সম্বাবনা থাকলে সে ঘোষণামূলক মোকদ্দমা করতে পারে।

২. সম্পত্তিতে কোন অধিকারের বিষয়ে। যেমন বাদীর সম্পত্তিতে স্বত্বের অধিকার আছে কিনা সেই বিষয়ে ঘোষণামূলক মোকদ্দমা করা যায়। যেমন কেহ তার নিজ দখলীয় স্বত্বের অধিকারী সম্পত্তিতে ঘোষণার মোকদ্দমা করতে পারে। তবে স্বত্ব আছে দখলে নেই সেই সম্পত্তিতে আনুষাঙ্গিক প্রতিকার হিসেবে দখল পুনরুদ্ধারের মোকদ্দমা না করলে ঘোষণামূলক মোকদ্দমার রায় দিবে না।
ঘোষণামূলক মোকদ্দমার ক্ষেত্রে ডিক্রি জারীর আবেদন করা যায় না। তাই আনুষঙ্গিক বিষয় থাকলে সেই বিষয়েও কোর্ট ফি দিয়ে মোকদ্দমা করতে হবে নাহলে ঘোষণামূলক মোকদ্দমার #রায় দিবে না।

লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনার কোন আইনি প্রয়োজনে #আইন_জিজ্ঞাসা কল করুন: ০১৬১৮-৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।