পুলিশের তদন্ত রিপোর্ট কি ও কত ধরনের

ফৌজদারী কার্যবিধি,১৮৯৮ এর ১৭৩ ধারায় পুলিশ রিপোর্ট বা প্রতিবেদনের কথা বলা হয়েছে। কোন অভিযোগের পর পুলিশ তার সত্যতা যাচাই করে যে রিপোর্ট প্রদান করে তা পুলিশ তদন্ত রিপোর্ট। যা ২ ধরনের ১. চার্জশীট (charge sheet) ২. ফাইনাল রিপোর্ট (final report)

চার্জশীট বা অভিযোগপত্র:
অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করে পুলিশ যে প্রতিবেদন দেয় তাই চার্জ শীট ৷ পুলিশ বি.পি.ফর্ম নং ৩৯ এ চার্জশীৰ্ট জমা দেয় ৷
রিপোর্ট বা প্রতিবেদনে যথেষ্ট অভিযোগ গঠনের বিষয়বস্তু থাকে , তাহলে সাধারণত সেই প্রতিবেদনকে চার্জ শীট বা অভিযোগ পত্র বলে। মনে রাখবেন চার্জশীটের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হয়।

চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট:
তদন্তকারী কর্মকর্তা (IO) অপরাধের সত্যতা খুঁজে না পেলে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি ( discharge) করার সুপারিশ করে যে রিপোর্ট দেয় তা হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট ৷
পুলিশ রেগুলেশনের ২৭৫ (গ) ধারায় বলা হয়েছে , চুড়ান্ত রিপের্টের সাথে পুলিশ হেফাজত হতে আটককৃত ব্যক্তিকে যুক্তি দিতে বা জামিন (বণ্ড ) থেকে তাকে অব্যাহতি দিতে একটি সুনির্দিষ্ট আবেদন জমা দিতে হয়।
কোন অভিযুক্তকে বিচারে প্রেরণ করা না হোক এই মর্মে কোন চূড়ান্ত প্রতিবেদন এবং পরবর্তীতে পৃথক রিপোর্টের মাধ্যমে অন্যান্য অভিযুক্তকে বিচারে করা হোক মর্মে রিপোর্ট জমা দেওয়ার কোন সুযোগ নেই কারণ একটি রিপোর্টের মাধ্যমে উভয় উদ্দেশ্য সম্পন্ন করা যায়।
অর্থাৎ একটি রিপোর্ট কোন অভিযুক্তকে বিচার না করতে এবং অন্যন্যে অভিযুক্তকে বিচার করতে সুপারিশ করে ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারায় রিপের্টি জ়মা দেওয়া যায়।

লাইক দিয়ে, পোস্ট সম্পর্কে মন্তব্য করে এডমিনকে উৎসাহ প্রাদান করুন।
বন্ধুদের সাথে শেয়ার করে আইনি বিষয়ে জানতে এবং সচেতন হতে সাহায্য করুন।
আপনার যে কোন সমস্যায় পরামর্শ পেতে কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Post a Comment

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।