আত্মহত্যার প্ররোচনা এবং অরিত্রি

বেল্লাল হোসাইন

দন্ডবিধির ৩০৯ ধারায় বলা হয়েছে আত্মহত্যা করতে যেয়ে ব্যর্থ হলে এক বছর পর্যন্ত জেল ও এক হাজার টাকা পর্যন্ত
আত্মহত্যার চেষ্টা
জরিমানা হবে। তবে আত্মহত্যা সফল হলে জেল জরিমানা মাফ! অর্থাৎ এইজন্য অন্য কাউকে ঝামেলা পোহাতে হবে না।
৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড। 
কিন্তু ৩০৫ ধারায় আঠার বছরের কম বয়স্ক লোক,পাগল,অবুঝ,মাতাল প্রভৃতি লোককে আত্মহত্যায় প্ররোচনা দিলে এবং সে আত্মহত্যা করে ফেললে ফাঁসিও হতে পারে!
কিন্তু ভিকারিয়াস লায়াবিলিটি প্রমাণ করা শক্ত কাজ হবে।
অনার কিলিং বলতে একটা টার্ম আছে! .......ভিকারিয়াস লায়াবিলিটি বা অন্যের দোষ নিজের ঘাড়ে পরা আইনের এমন একটা নীতি যেখানে কোনো অপরাধ ব্যক্তি নিজে না করলেও দোষী সাব্যস্ত করা যায় যদি অপরাধীকে নিয়ন্ত্রণ করার এখতিয়ার ও ক্ষমতা সেই ব্যক্তির থেকে থাকে অথবা সে কোনভাবে পরোক্ষ উস্কানি দিয়ে অপরাধটি করিয়ে থাকে।
এই দায় কার প্রতি কীভাবে তৈরি হয়?
যেমন একজন ম্যানেজার তার মালিকের পক্ষে নির্দিষ্ট কিছু কাজ করে দেয়। তার কাজ স্বীকৃত। এভাবে অনেক লেনদেন হয়েছে। কিন্তু হঠাৎ একদিন ম্যানেজার ভুল করলেন। এখানে মালিক টাস করে বলে ফেলতে পারবে না যে এই দায় তার না যেহেতু সে নিজে এটা করে নাই। যেহেতু সে এতদিন তার ম্যানেজারের সকল কাজকে স্বীকৃতি দিয়ে এসেছে এখন আর সে নিজের ভালোর জন্য তা অস্বীকার করতে পারে না।

সন্তানের অপরাধের দায়ে যেমন বাবা মাকে শাস্তি দেয়া যায় না,তেমনি স্ত্রীর অপরাধে স্বামীকে দোষ দেয়া যায় না। কিন্তু যে যার অধীনস্থ জীবনযাপন করে তার জীবন ধারণের স্টাইল নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রকের কর্তব্য। 
আত্মহত্যায় প্ররোচনার ব্যাপারটা প্রমাণ করা কঠিন হবে। কেননা জনতার চায়ের কাপে ঝড় তোলা বা মিডিয়ার মুখরোচক নিউজের ফলে আদালত রায় দেয় না৷ আদালত এই আত্মহত্যার বিচারে ভিকারুননিসার মেয়েটির প্রতি তার পরিবার,মোবাইল,স্কুল ও শিক্ষকদের দায় একসাথে বিবেচনা করবে।
তবে একটা ক্ষতির মৃত্যুর আপাতত লাভ হল কমপক্ষে তিন মাস শিক্ষকেরা শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করবে।
   লেখক: আইনজীবী ও সমাজকর্মী 

#আপনার যে আইনি পরামর্শের জন্য কল করতে পারেন:০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।