যৌতুকের নতুন আইন নিয়ে যত কথা

এইচ.এম.রুহুল আমিন মোল্লা।

যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা ২(খ) তে যৌতুক কি তা বলা হয়েছে, তা নিম্ন রুপ:

যৌতুক’’ অর্থ বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের নিকট বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসাবে বিবাহের সময় বা তৎপূর্বে বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকাকালে, বিবাহ অব্যাহত রাখিবার শর্তে, বিবাহের পণ বাবদ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, দাবিকৃত বা বিবাহের এক পক্ষ কর্তৃক অপর পক্ষেকে প্রদত্ত বা প্রদানের জন্য সম্মত কোনো অর্থ-সামগ্রী বা অন্য কোনো সম্পদ, তবে মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়াহ্) প্রযোজ্য হয় এমন ব্যক্তিগণের ক্ষেত্রে দেনমোহর বা মোহরানা অথবা বিবাহের সময় বিবাহের পক্ষগণের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা শুভাকাঙ্ক্ষী কর্তৃক বিবাহের কোনো পক্ষকে প্রদত্ত উপহার-সামগ্রী ইহার অন্তর্ভুক্ত হইবে না।

যৌতুক প্রদান ও গ্রহন
    এখানে পক্ষ বলতে উভয় পক্ষকে বুঝাবে। বর বা কনে পক্ষ। প্রশ্ন আসে কনে পক্ষকি যৌতুক দাবি করতে পারে? হ্যা। কনে পক্ষ যৌতুকের দাবী করতে পারে। আর করলে সেটাও অপরাধ! তবে উল্লেখ থাকে যেন কনে পক্ষের দেনমোহর কিন্তু যৌতুক না। তবে মেয়ে সুন্দর বা অন্য কোন কারনে যদি টাকা বা অন্য কিছু দাবী করে সেটা যৌতুক। এমন দাবী করার  জন্য আপনি মামলা করতে পারবেন।  যৌতুক নিরোধ আইন, ২০১৮ এর ধারা তিন অনুযায়ী।

বিয়ের পূর্বে, বিয়ের সময়, বিয়ের পর যেকোন পক্ষ কর্তৃক কোন কিছু হতে পারে টাকা বা অন্য কিছু সেটাও যৌতুক।
এমন অনেক জায়গায় এমন হয় কনের পরিবার বিয়ের সময় স্বর্ন-অলঙ্কার দাবী করে সেটাও যৌতুক যদি না স্বর্ন-অলঙ্কারের মূল্য বাবদ টাকা কাবিননামায় দেনমোহর হিসেবে পরিশোধ উল্লেখ করতে কনে পক্ষ না চায়।

যৌতুক দাবীর এর শাস্তি:
ধারা-৩, যৌতুক নিরোধ আইন, ২০১৮।

"যদি বিবাহের কোনো এক পক্ষ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করেন, তাহা হইলে উহা হইবে এই আইনের অধীন একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।"

   যৌতুক প্রদান বা গ্রহনের শাস্তি: ধারা-৪ যৌতুক নিরোধ আইন, ২০১৮।

 "যদি বিবাহের কোনো এক পক্ষ যৌতুক প্রদান বা গ্রহণ করেন অথবা যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করেন বা যৌতুক প্রদান বা গ্রহণের উদ্দেশ্যে চুক্তি করেন, তাহা হইলে তাহার এই কাজ হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কিন্তু অন্যূন ১ (এক) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।"

তবে যদি কোন পক্ষ অন্য পক্ষকে হয়রানি করার জন্য "যৌতুক নিরোধ আইন,২০১৮ এর মাধ্যমে কোন প্রকার মিথ্যা মামলা করে তবে একই আইনের ধারা-৬ এর প্রতিকার প্রদান করে:

"যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতিসাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অধীনে মামলা বা অভিযোগ করিবার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নাই জানিয়াও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান, তাহা হইলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ড বা অনধিক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।"

যৌতুকের জন্য যদি কোন বর পক্ষ কনের মৃত্যু ঘটানোর চেষ্টা করেন বা মারাত্বক জখম বা সাধারন জখম করেন তবে তা বিশেষ আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ধারা-১১ এর শাস্তিযোগ্য অপরাধ।

   মৃত্যু ঘটানো বা ঘটানোর চেষ্টার শাস্তি:
১১(ক) মৃত্যু ঘটানোর জন্য মৃত্যুদণ্ডে বা মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উভয় ক্ষেত্রে উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন;

মারাত্বক জখম এর শাস্তি:
১১(খ) মারাত্মক জখম (grievous hurt) করার জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক বার বৎসর কিন্তু অন্যুন পাঁচ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন;

যৌতুক এর জন্য অত্যাচার
সাধারন জখম ঘটানোর শাস্তি:
১১(গ) সাধারণ জখম (simple hurt) করার জন্য অনধিক তিন বৎসর কিন্তু অন্যুন এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত দণ্ডের অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷]

    নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এ মিথ্যা মামলা দায়েরের শাস্তি:

ধারা-১৭: যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির ক্ষতিসাধনের অভিপ্রায়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে এই আইনের অন্য কোন ধারার অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুগ কারণ নাই জানিয়াও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান তাহা হইলে মামলা বা অভিযোগ দায়েরকারী ব্যক্তি এবং যিনি অভিযোগ দায়ের করাইয়াছেন উক্ত ব্যক্তি অনধিক সাত বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হইবেন এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হইবেন৷

যৌতুক একটি সামাজিক ব্যাধি, যৌতুক দেওয়া ও নেওয়া দুই অপরাধ! কনে পক্ষের দ্বারা দেনমোহর অতিরিক্ত কোন কিছু চাওয়াও যৌতুক।

লেখক: শিক্ষানবিস আইনবীজী ও আইনের ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ।

আপনার যে কোন আইনি সমস্যায় কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

  1. Amar kase thake 7lakh taka nice amar sosur er account.amar sami agulur sathe jorito noy.amar husband desher bahire thake.amar husband ke jor kortese amake sere dear jonno.amar kase taka dear proman ace bank er.akhon amar debor amar relative ekek jonke facebook amar somporke baje kotha bolce.ami joutuk mamla korte chassi

    ReplyDelete
    Replies
    1. Amar phone biye hoyesilo.amar sosur biye diyesilo.tarpor amar husband deshe jokhon asce amar debor amar husband ke marar humki diyese.r akhon amader birokto korce.humki dicce

      Delete

Post a Comment

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

কোন দলিলে কত টাকার স্ট্যাম্প লাগবে

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।