Posts

Showing posts from July, 2017

মোহর ছাড়া বিয়ে হলে বিয়ে কি বাতিল হবে?

Image
 মোহর ছাড়া বিয়ে হলে বিয়ে কি বাতিল হবে?  মুসলিম আইন অনুসারে একটি বৈধ বা ছহিহ্ বিয়ে হতে হলে ৫টি শর্ত পূরণ করতে হয়। দেনমোহর ৫টি শর্তের অন্যতম একটি শর্ত। দেনমোহর ছাড়া বিয়ে বাতিল না হলেও এ ধরণের বিয়ে ফাসিদ বা অনিয়মিত বা ত্রুটিযুক্ত বিয়ে। যে কোন সময় দেনমোহর নির্ধারণ করা হলে বা পরিশোধ করা হলে ফাসিদ বিয়েটি বৈধ বা ছহিহ্ হয়ে যাবে। দেনমোহর বিয়ের আগে, বিয়ের সময় বা বিয়ের পর নির্ধারণ করা যায়। বিয়ের সময় যদি দেনমোহর নির্ধারিত না হয়ে থাকে, এমন কি স্ত্রী কোন দেনমোহর দাবি করবে না শর্তে বিয়েটি যদি সম্পাদিতও হয়; তবুও স্ত্রীকে দেনমোহর দিতে হবে। এক্ষেত্রে স্বামী কোন ধরনের শর্ত দেখিয়েই স্ত্রীকে দেনমোহর দেয়া থেকে বিরত থাকতে পারবে না। প্রশ্ন: দেনমোহর কত প্রকার ? উত্তর: সাধারণতঃ দেনমোহর দুই প্রকার- তাৎক্ষনিক দেনমোহর – তাৎক্ষনিক দেনমোহর স্ত্রী চাওয়ামাত্র পরিশোধ করতে হয় । বিলম্বিত দেনমোহর- বিলম্বিত দেনমোহর বিয়ের পর যে কোন সময়ে পরিশোধ করা যায়। তবে মৃত্যু বা বিয়ে বিচ্ছেদের পর দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হয়। তখন দেনমোহর স্ত্রীর কাছে স্বামীর ঋণ। প্রশ্ন: স্ত্রী কি তালাক বা স্বামীর মৃত্যুর আগে দেনমোহর দাবী করতে

পুলিশ তল্লাশি, গ্রেপ্তার ও আপনার অধিকার

Image
দেশে বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা ঠেকাতে তথা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশি তল্লাশি ও গ্রেফতার বেড়েছে। ঠিক তেমনি বেড়েছে পুলিশি হয়রানি ও জনমনে আতঙ্ক। কিন্তু সাধারণ মানুষ বিষয়টি জানে না যে, পুলিশ ইচ্ছে করলেই যাকেতাকে যখনতখন তল্লাশি বা গ্রেফতার করতে পারেন না। আইনে এর বিধিনিষেধ রয়েছে। ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ধারা ১০২ ও ১০৩- এ পুলিশের তল্লাশির দায়িত্ব এবং নাগরিকের অধিকার স্পষ্ট করা হয়েছে। কোনো স্থান বা বাড়ি তল্লাশির ক্ষেত্রে যদি পুলিশ কোনো স্থান বা বাড়িতে তল্লাশি করতে আসে তাহলে তল্লাশির পূর্বে পুলিশ ওই এলাকার গণ্যমান্য দুই বা ততোধিক ব্যক্তিকে ডাকবেন এবং উক্ত তল্লাশিতে সাক্ষী হতে বলবেন। এক্ষেত্রে প্রয়োজনে তাদের একজনের প্রতি লিখিত আদেশ দিতে পারবেন। এরপর সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ ওই বাড়ি বা স্থানটি তল্লাশি করবেন। তল্লাশি শেষে আটক জিনিসগুলোর একটি তালিকা তৈরি করবেন এবং তালিকাটিতে সাক্ষীদের স্বাক্ষর নেবেন। তবে এখানে উল্লেখ করা দরকার যে, তল্লাশিতে সাক্ষীদেরকে যদি আদালত বিশেষভাবে সমন দিয়ে তলব না করে তাহলে উক্ত সাক্ষীদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া যাবে না। এছাড়াও তল্ল

নামজারি করতে সরকারী খরচ কত টাকা খরচ হয় তার তালিকা।

Image
নামজারি করতে সরকারী খরচ কত টাকা খরচ হয় তার তালিকা। আইন জানুন, সচেতন হোন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে একটিভ থাকুন শেয়ার করে অন্যকে সচেতন করুন"!!! আপনার যে কোন আইনই সমস্যায় কল করুনঃ +8801618989797

যে সমস্ত দলিলপত্রের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

ক) স্থাবর সম্পত্তির দানপত্র । (কক) মুসলমানদের ব্যক্তিগত আইন (শরিয়ত) অনুযায়ী প্রদত্ত হেবা সম্পর্কিত ঘোষণা,.২০০৪ সনের ২৫ নং আইন দ্বারা সংশোধিত । (খ) উইল ছাড়া অন্যান্য দলিলপত্র যাহা কোনো স্থাবর সম্পত্তিতে বর্তমান বা ভবিষ্যতে কায়েমী বা সম্ভাব্য কোনো অধিকার স্বত্ব বা সুযোগ-সুবিধা জন্মায়, ঘোষণা করে, অর্পণ করে, সীমাবদ্ধ করে বা নিঃশেষিত করে । ব্যাখ্যা : কোনো বন্ধকী দলিল হস্তান্তরের ক্ষেত্রে যে অর্থের বিনিময়ে হস্তান্তর দলিল সম্পাদিত   হয়, রেজিস্ট্রেশনের জন্য উহাই মুল্য বলিয়া বিবেচিত হইবে। (গ) উইল ছাড়া অন্যান্য দলিলপত্র যাহা কোনো অধিকার, স্বত্ব বা সুযোগ-সুবিধা জন্মানোর ঘোষণা, অর্পণ, সীমাবদ্ধকরণ বা নিঃশেষিত হইবার প্রতি বিনিময়মূল্য স্বরূপ কোনো কিছুর প্রাপ্তি বা প্রদান স্বীকার । (গগ) সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ এর ধারা ৫৯ অনুযায়ী বন্ধকী দলিল,.২০০৪ সনের ২৫ নং আইন দ্বারা সংশোধিত । (ঘ) স্থাবর সম্পত্তির বত্সরান্তের অথবা এক বত্সরের ঊর্ধ্বে কোনো মেয়াদী ইজারা বা বাত্সরিক খাজনার শর্তে ইজারার দলিল । (ঙ) উইল ছাড়া অন্যান্য দলিলপত্র যাহা কোর্টের ডিক্রি বা হুকুমনামা অথবা কোনো বিচার নিষ্পত্ত

অজ্ঞাত নামায় মামলা হলে কি করবেন

কোন একটি ঘটনা ঘটার পর প্রায় দেখা যায় কয়েক জনকে আসামি করে অজ্ঞাত নামায় আরো অনেকে অথবা সংখ্যা উল্লেখ করে মামলা করা হয়। অপরাধটি সম্পর্কে আপনি কিছুই জানেন না বা অপরাধীদের চিনেন না তাও আপনি সন্দেহভাজন হয়ে মামলার সাথে জড়িয়ে পরতে পারেন। এরকম পরিস্থিতিতে নিজেকে বাচানোর জন্য যা করবেন : ১) ঘটনা বুঝে এলাকা থেকে গাঁ ঢাকা দিতে পারেন। ২) এলাকায় আজেবাজে আড্ডা দেওয়া বন্ধ করুন। ৩) অপরিচিত ব্যাক্তি থেকে সর্তক থাকুন। ৪) আজে বাজে কথা বলা পরিহার করুন। ৫) ঘটনা সম্পর্কে অন্যের কাছ থেকে জানার চেষ্টা হতে বিরত থাকুন। ৬) পুলিশের জিজ্ঞাসাবাদে সহজ সরল সত্য উওর দিন। মনে রাখবেন পুলিশরা ঘটনার সূত্র ধরে আসামি খোঁজে না, আসামি ধরে ঘটনার সূত্র খোঁজে 01618989797

সম্মতি ছাড়া বিয়ের ক্ষেত্রে আইন কি বলে?

সম্মতি ছাড়া বিয়ের ক্ষেত্রে আইন কি বলে? সম্মতি ছাড়া বিয়ে:- **একটি বিয়েতে সম্মতির গুরুত্ব কতটা? মুসলিম আইনে সম্মতি হচ্ছে আইনসম্মত বিয়ের পাঁচটি শর্তের অন্যতম শর্ত।মেয়েকে ১৮ বছরের আগে অভিভাবক বা অন্য যে কারোর উদ্যোগে বিয়ে দেয়াটা আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ। এ ক্ষেত্রে মেয়ের সম্মতি নেয়া হয়েছে কি হয়নি, সেটি দেখা হবে না। এ ধরনের বিয়েকে বাল্য বিয়ে হিসেবে ধরা হয় যা আইনত দ-নীয় অপরাধ। ১৮ বছর পূর্ণ হলে মেয়েটি এ ধরনের বিয়ে আদালতে আবেদন করে অস্বীকার করতে পারেন। **মুসলিম  বিবাহ বাতিল আইন, ১৯৩৯ এর ২ ধারা অনুসারে, কোনো নারীর ১৮ বছর পূর্ণ না হলে এবং তার সম্মতি ছাড়া বিয়ে হলে তিনি আইন অনুযায়ী আদালতে গিয়ে বিয়ে বাতিলের আবেদন করতে পারেন। তবে এ ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, মেয়েটি যদি স্বামীর সঙ্গে দাম্পত্য সম্পর্ক স্থাপন না করে অর্থাৎ সহবাস না করে সে ক্ষেত্রেই বিয়ে বাতিলের আবেদন করা যাবে। দ্বিতীয়ত, মেয়েটির বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার পর এবং ১৯ বছর পার হওয়ার আগেই বিয়েকে অস্বীকার করতে হবে। এ ক্ষেত্রে কেউ যদি ১৯ বছরের পর আবেদন করে, তাহলে আদালত তার আবেদন বিবেচনা করবে না। শে