Posts

Showing posts from July, 2018

ইস্লামে বিয়ে কত প্রকার

Image
ইসলাম অনুযায়ী  বিয়ে ৩ প্রকারঃ বৈধ, অনিয়মিত, বাতিল। ১. বৈধঃ যা ইসলামের হুকুম আহকাম মেনে আদায় করা হয়। নুন্যতম ২ জন সাক্ষী, ইজাব, কবুল, মোহরানা আদায় করে করতে হয় তাই বৈধ বিয়ে! ২. অনিয়মিতঃ কিছু কারনে এই বিয়ে অনিয়মিত হয়ঃ a. যদি সাক্ষী না থাকে b. যদি প্রিয়ড চলাকালীন হয়, এবং শেষ হলেই তা বৈধ হয়ে যাবে. c. যদি অন্য ধর্ম এর কোন মেয়েকে বিয়ে করে , ইসলাম গ্রহন না করা পর্যন্ত অনিয়মিত থাকবে। d. যদি চার এর অধিক বউ হয়। ৫ম বউ অনিয়মিত হবে। ফলাফলঃ ১. ঠিক করে নিলে নিয়মিত  হয়ে যাবে। ২. বাচ্চা হলে বৈধ। ৩. বাতিল বিয়েঃ যদি কোন নিষিদ্ধ সম্পর্কের মধ্য বিয়ে হয়! যাদের বিয়ে করা হারাম তাদের বিয়ে করাই হল বাতিল বিয়ে! আপনার যে কোন আইন জিজ্ঞাসায় কল করুনঃ ০১৬১৮৯৮৯৭৯৭

মামলা হলে কি করবেন!

Image
মামলা হলে কি করবেন!   আমারা বিভিন্ন সময় সত্য বা মিথ্যা মামলায় হটাত গ্রেপ্তার হই। তখন আমাদের কি করনীয় তা আমরা জানি না।  তখন আমাদের উচিৎ সাথে সাথে কিছু বিষয় জানতে হবে, ১ কি মামলা হয়েছে? ২ যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কি অপরাধের সাথে জড়িত কিনা? ৩ মামলাটি আপোষ যোগ্য নাকি আপোষ অযোগ্য? ৪ আমল যোগ্য নাকি আমল অযোগ্য? ৫ সাথে কি কোন আলামত পেয়েছে কিনা? এমন আরো কিছু জানার পর একজন আইনজীবীর সাথে যোগাযোগ করতে হবে। যিনি আপনার মাম্লাতি পরিচালনা করবেন, তবে ভাল একজন আইনজীবী নিবেন যেন সে আপনাকে যে কথা দেয় তা রাখে। আপনার আইনজীবী কে আপনি উকালতনামার মাধ্যমে মামলা পরিচালনা করার ক্ষমতা  দিবেন। তারপর থেকে আপনার আইনজীবী মামলাটি পরিচালনা করবেন। যদি পুলিশ রিমান্ড চায়, তবে আপানার আইনজীবী রিমান্ড না দেওয়ার জন্য আদালতে আবেদন করবেন। আপনার যেকোন সমস্যায় কল করুনঃ ০১৬১৮৯৮৯৭৯৭

কি ভাবে বিয়ে করতে হয়?

Image
বিয়ে হল ২ জন মানুষ এক জন পুরুষ অন্য জন মহিলা এর চিরস্থায়ী ভাবে বসবাসের জন্য একটি চুক্তি। যার জন্য নিবন্ধন করতে হয় , তা কাজীর মাধ্যমে  অথবা কোর্টের মাধ্যমে।   যে কাগজে এই নিবন্ধন করা হয় তা - ই কাবিননামা নামে পরিচিত । ... বিয়ে নিবন্ধনের পর কাজী তথা নিকাহ রেজিষ্টার স্বামী ও স্ত্রীকে কাবিননামার সত্যায়িত কপি প্রদানে বাধ্য । ... বিবাহে স্বামী ও স্ত্রী ' র পূর্ণ সম্মতি রয়েছে কি - না , ( গ ) বিয়ের সাক্ষীগণ উপস্থিত কি - না এবং ( ঘ ) দেমমোহরের পরিমাণ যথাযোগ্য কি - না এবং তার কত অংশ আদায় করা হয়েছে । তবে ছেলের ক্ষেত্রে ২১ বছর মেয়ের ক্ষেত্রে ১৮ বছর নুন্যতম হতে হবে! সাথে আপনি কোর্টের মাধ্যমেও করতে পারবেন। তার জন্য আপনাকে একজন উকিল এর কাছে যেতে হবে। উকিল আপনাকে হলফনামা এর সাথে কাজীর মাধ্যমেও বিয়ে করিয়ে দিবে। যেন আপনার ভবিষ্যৎ কোন প্রকার সমস্যায় না পরতে হয়।   আপনার যে কোন প্রইয়োজনে আমাদের সাহায্য নিতে পারেন।  সাহায্য পেতে কল করুন (যদি বন্ধ থাকে তবে বার্তা দিন)