তথ্য প্রযুক্তি আইন

Comments

  1. ধরা যাক— কারো বইয়ের পাতা থেকে কবিতা, গল্প, প্রবন্ধ বা ফেসবুক, পত্রিকা কলাম, কিংবা অনলাইনে যে কোন ব্যক্তি বা মাধ্যম থেকে কোনো লেখা কপি করে নিজের ফেসবুকে, ব্লগে বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করলাম। সংশ্লিষ্ট ব্যক্তি ও মাধ্যমের নাম উল্লেখ করে কপি করলাম। এখন আমার প্রশ্ন হলো, আইনত এটি অপরাধ কি না, চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি ও মাধ্যম আমার বিরুদ্ধে কোনো মামলা পরিচালনা করতে পারবেন কি না?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।

পুলিশের তদন্ত রিপোর্ট কি ও কত ধরনের