Posts

Showing posts from July, 2020

সমকামিতা নিয়ে (homosexuality) আইন ও ইসলাম।

Image
কিছুদিন যাবত আবারও সমকামিতা নিয়ে সারাদেশে ঝড় উঠেছে কিছু মানুষের সমকামিতা সমর্থনের কারণে সাধারণ মানুষের মনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। চলুন জেনে নেই বাংলাদেশের আইন এবং ইসলামে সমকামিতা নিয়ে কি বলে। সমকামিতা নিয়ে বাংলাদেশের আইন: সমকামিতা নিয়ে যদিও বাংলাদেশে কোনো স্পষ্ট আইন নেই কিন্তু বাংলাদেশ দণ্ডবিধির,১৮৬০ এর ৩৭৭ ধারা অনুযায়ী পায়ুমৈথুন শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ, এ আইনে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় কোন পুরুষ, নারী বা পশু সাথে প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যৌন সঙ্গম করে, তবে সে যাবজ্জীবন দণ্ডের দণ্ডিত  হতে পারে অথবা বর্ণনার কারাদন্ডে-যাহার ১০ বৎসর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড। সমকামিতা নিয়ে ইসলাম: কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলামিন যা বলেছেন, "এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" (সূরা আল আরাফ,আয়াত: ৮০-৮১) "সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর