Posts

Showing posts from August, 2018

জেনে নিন বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার শাস্তির ইতিকথা ও শাস্তি কি?

Image
১৯৮৪ সালের ঘটনা। একদিন চেম্বারে এসে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর এজলাসে উঠার জন্য মনে মনে প্রস্তুতি নিচ্ছি কিন্তু পেশকার তখনও কোর্টের কজলিস্ট ও ডাইরিতে সই নেবার জন্য চেম্বারে আসেনি। বিলম্ব দেখে এজলাস পিয়নকে জিজ্ঞেস করতেই, সে বলল- আজ তো খুলনায় হরতাল ডেকেছে তাই বাস চলাচল বন্ধ। পেশকার ত বাসে চড়ে অফিসে আসে তাই আসতে দেরি হচ্ছে। রোড একসিডেন্ট  আমি জানতে চাইলাম কী কারণে আজ হরতাল ডেকেছে?উত্তরে সে বলল- আপনি যে স্যার গতকাল এক ড্রাইভারকে সাত বছর জেল দিয়েছেন সে জন্যই পরিবহন শ্রমিকেরা আজ হরতাল ডেকেছে। বিষয়টি শুনে আমি থ বনে গেলাম। বিচার শেষে রায় দিয়েছি আর সেই রায়ের বিরুদ্ধে হরতাল! আমি যেন বিষয়টি মেনে নিতে পারছিলাম না। মামলার ঘটনার কথা মনে পড়ল। ঘটনার দিন দু’জন লোক রাস্তার পাশে বলে গল্প করছিল ঐ সময় ঘাতক বাসটি অপর একটি বাসকে ওভারটেক করার সময় ঐ দু’জন লোকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় ফলো ঘটনাস্থলে একজন লোক মারা যায়। এ মামলাটি সাক্ষ্য প্রমাণে সুপ্রমাণিত হলে আমি একমাত্র ড্রাইভার আসামিকে দন্ডবিধির ৩০৪ বি ধারামতে সর্বোচ্চ ৭ বছর কারাদন্ড দেই। তার পরের দিনই ড্রাইভারকে জেল দেবার প্রতিবাদে হরত

মটরযান আইনে কি আছে?

Image
সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর মোটরযান আইন বা এসংক্রান্ত আইন জানার আগ্রহ অনেকে প্রকাশ করছেন। আমাকে ব্যক্তিগতভাবেও কয়েকজন বন্ধু জানতে চেয়েছেন। চলুন দেখি আমার, আপনার প্রিয়জন সড়ক দুর্ঘটনায় (ধাক্কায় বা পিষে বা অন্যকোনভাবে) মারা গেলে আইনে শাস্তির কি বিধান আছে? মটর যান অধ্যাদেশ, ১৯৮৩ ইং অনুযায়ী (অনেকগুলো ধারার গুরুত্বপূর্ণ কয়েকটি দিলাম)..... ★ অত্যাধিক গতিতে গাড়ি চালনোর শাস্তি প্রথম বার ১ মাস, ২য় বার ৩ মাস জেল অথবা জরিমানা অথবা উভয়। (১৪২ ধারা অনুযায়ী) মটর যান ★ বেপরোয়াভাবে বা বিপদজনকভাবে গাড়ি চালানোর শাস্তি ১ম বার ৬ মাস, ২য় বার ৩ বছর জেল অথবা জরিমানা অথবা উভয়। (১৪৩ ধারা অনুযায়ী) ★ মদ্যপান বা নেশা করে গাড়ি চালানোর শাস্তি ১ম বার ৩ মাস, ২য় বার ২ বছর জেল অথবা জরিমানা অথবা উভয়। (১৪৪ ধারা অনুযায়ী) ★ মানুষিক বা শারীরিকভাবে অক্ষম হয়ে গাড়ি চালানোর শাস্তি ১ম বার ৫০০ টাকা, ২য় বার ৩ মাস জেল অথবা জরিমানা অথবা উভয়। (১৪৫ ধারা অনুযায়ী) ★ রেসিং অথবা গতি পরীক্ষা করলে শাস্তি ১ মাস জেল অথবা জরিমানা অথবা উভয়। (১৪৮ ধারা অনুযায়ী) ★ ত্রুটিপূর্ণ অবস্থায় গাড়ি