Posts

Showing posts from June, 2018

ব্যভিচার কি?

Image
Adultery -দন্ডবিধির ৪৯৭ ধারায় বলা হয়েছে। একজন পুরুষ ব্যক্তি কোন মহিলার সাথে marital relation করলে এটা জেনে যে,  ঐ মহিলাটি অন্য লোকের বঊ। এর সাজা হবে ৫ বছর কারাদন্ড। point to be noted here, মহিলাটির consent থাকলে ও পুরুষের সাজা হবে,  কারণ অন্য আরেকজন বউ, তুমি কুদৃষ্টি দিবা কে?  বতর্মানে যে পরকিয়ার trend চলতেছে,  এটা একটা যুগপোযোগী section আমি মনে করি।  দন্ডপ্রণিত হয় ১৮৬০। তখন আমাদের সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত রক্ষণশীল। এরকম সময়ে পরকীয়ার কথা কেউ চিন্তা করছে বলে মনে হয় না। ঐ সময় ব্রিটিশ রা এই provisions দন্ডবিধিতে রেখেছে। অর্থাৎ তারা কতটা দূরদর্শী সম্পন্ন ছিল। এই কারণেই ১৫০-২০০ বছরের পুরাতন আইন দিয়ে আমাদের legal system চলে।  ১৮৬০ সালের দন্ডবিধির চেয়ে ভাল আইন ২০১৮ সালে ও আমাদের পক্ষে বানানো সম্ভব না। আমারা যা বানাই সেটা তে জনমতের কোন দরকার হয় না। তাই আইন পাশ হবার সাথে সাথে সাংবাদিক মহল থেকে বুদ্ধিজীবীর মহল সব জায়গায় খালি সমালোচোনার ঝড় উঠতে থাকে। "Digital security act,2018 " এবং "ICT act, 2006" পড়েo আমার তাই মনে হইছে। ICT এর ৫৭ ধারা বাদ দিতে গিয়ে Digital

আত্নহত্যা সম্পর্কে দন্ডবিধি যা বলে

Image
আত্নহত্যা সম্পর্কে দন্ডবিধির ধারা ৩০৯ এ বলা হয়েছে, "whoever attempts to commit suicide and does any act towards the commission of such offence, shall be punished with simple imprisonment for a term which may extended to one year, or with fine or with both " অর্থাৎ আপনি যদি আত্নহত্যা করতে গিয়ে ব্যর্থ হন রাষ্ট্র আপনাকে এক বছর কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করতে পারে। এখন প্রশ্ন উঠতে যে আত্নহত্যা করতে চায়,  সে ত এমনিতেই অনেক কষ্টে আছে,  তাহলে রাষ্ট্র দন্ডবিধির ৩০৯ ধারায় এরকম একটি বিধান কেন রাখল। খুব সোজা উওর to reduce the offence.  অর্থাৎ পাবলিককে নিরুৎসাহিত করা যাতে কেউ এই ধরণের কাজ না করতে চায়। মনোবিজ্ঞানীদের মতে "আত্নহত্যা একটি ক্ষণস্থায়ী সমস্যার চিরস্থায়ী সমাধান "।  কেউ ইচ্ছা করে এই সুন্দর ভবন ছেড়ে যাতে চায় না। তবে বেঁচে থাকা টা কখন কখন ও কারো জন্য অসহ্যকর হয়ে উঠে,  তখন সে এই যন্রণাদায়ক জীবন থেকে মুক্তি চায়,  অর্থাৎ সে মৃতু্্য কে বেছে জীবন থেকে মুক্তির উপায় হিসেবে।  এর মানে এই নয় সে মৃত্যু কে ভালবাসে, সে নিষ্ঠুর জীবন থেকে মুক্তি চা