Posts

Showing posts from February, 2022

আইনানুগ প্রতিনিধি (লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ)

দেওয়ানী কার্যবিধির ২(১১) ধারাতে আইনানুগ প্রতিনিধি অথবা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি কেউ মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে, যে মৃত ব্যক্তির সম্পাতি পরিচালনা করে, অথবা মৃত ব্যক্তির পক্ষে মোকদ্দমা করে অথবা মৃত ব্যক্তির মোকদ্দমা যার উপর বর্তায় কাকে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বলে। তিন শ্রেণীর ব্যক্তি আইনানুগ প্রতিনিধি বলে গণ্য হবে;  ১. যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে ৰা যে ব্যক্তির উপর ব্যক্তির সম্পত্তি বর্তায় যেমন উত্তরাধিকারী ।  ২. যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনা করে । যেমন প্রশাসক  ৩. যে ব্যক্তি মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে মোকদ্দমা করে বা মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে যার বিরুদ্ধে মামলা করা যায়। যেমন মোহান্ত বা সেবাইত। আপনার যে কোনো আইনি সমস্যার কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

বিবাহবিচ্ছেদ অথবা স্বামীর মৃত্যুর কত বছরের মধ্যে দেনমোহর আদায়ের মামলা করতে হয়।

 বিয়ে একটি সামাজিক চুক্তি। বিয়ের মাধ্যমে নারী ও পুরুষ একে অপরের স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে এবং সন্তান-সন্ততি জন্মদান করে। বিয়েতে কাবিন হচ্ছে অত্যাবশ্যক উপাদান। কাবিন ছাড়া কোন বিবাহ সম্পাদন হয় না। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বিয়ের পর যদি কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় তাহলে সেটা হতে পারে তালাকের মাধ্যমে অথবা স্বামীর মৃত্যুর মাধ্যমে।  যদি কোনো কারণে বিবাহবিচ্ছেদ হয় তাহলে তিন বছরের মধ্যে পারিবারিক আদালতে কাবিন আদায়ের মামলা করতে হবে। যদি কেউ তিন বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা না করে তাহলে সেই মামলা খারিজ হয়ে যাবে। তামাদি আইনের অনুচ্ছেদ ১০৩ ও ১০৪ অনুযায়ী বিবাহ বিচ্ছেদের পর কাবিন আদায়ের মামলা তিন বছরের মধ্যে করতে হবে। যদি কেউ তিন বছরের মধ্যে না করে তাহলে তার মামলা আইন দ্বারা বারিত হবে। তখন তার মামলা খারিজ হয়ে যাবে। আপনার যে কোন আইনি সমস্যায় কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭