আইনানুগ প্রতিনিধি (লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ)

দেওয়ানী কার্যবিধির ২(১১) ধারাতে আইনানুগ প্রতিনিধি অথবা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সম্পর্কে আলোচনা করা হয়েছে।


যদি কেউ মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে, যে মৃত ব্যক্তির সম্পাতি পরিচালনা করে, অথবা মৃত ব্যক্তির পক্ষে মোকদ্দমা করে অথবা মৃত ব্যক্তির মোকদ্দমা যার উপর বর্তায় কাকে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বলে।


তিন শ্রেণীর ব্যক্তি আইনানুগ প্রতিনিধি বলে গণ্য হবে; 


১. যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করে ৰা যে ব্যক্তির উপর ব্যক্তির সম্পত্তি বর্তায় যেমন উত্তরাধিকারী । 


২. যে ব্যক্তি মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনা করে । যেমন প্রশাসক 


৩. যে ব্যক্তি মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে মোকদ্দমা করে বা মৃত ব্যক্তির প্রতিনিধি হিসেবে যার বিরুদ্ধে মামলা করা যায়। যেমন মোহান্ত বা সেবাইত।


আপনার যে কোনো আইনি সমস্যার কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।

পুলিশের তদন্ত রিপোর্ট কি ও কত ধরনের