Posts

Showing posts from February, 2018

মুসলিম উত্তরাধিকার আইনে কে কতটুকু সম্পত্তি পায় ?

Image
মুসলিম উত্তরাধিকার আইনে কে কতটুকু সম্পত্তি পায় ? বাবা? ক.মৃত ব্যক্তির কোন পুত্র থাকলে বাবা ছয় ভাগের এক ভাগ (১/৬) পাবেন। খ.পুত্র, পুত্রের পুত্র না থাকলে কিন্তু কন্যা, পুত্রের কন্যা থাকলে ছয় ভাগের এক ভাগ (১/৬) পাবেন এবং তাদের দেয়ার পর যা অবশিষ্ট থাকবে তাও পাবেন। গ. মৃত ব্যক্তির কোন সন্তান না থাকলে অন্যান্য অংশীদারদের দেয়ার পর বাকী সমস্ত সম্পত্তি পিতা পাবেন। মাতা? ক. মৃত ব্যক্তির কোন সন্তান থাকলে তবে মাতা ছয় ভাগের এক ভাগ ( ১/৬) পাবেন। খ. কোন সন্তান না থাকলে এবং যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ ( ১/৩) পাবেন। স্বামী স্ত্রীর সম্পত্তি কতটা পাবেন ? ক. সন্তান থাকলে স্বামী স্ত্রীর সম্পত্তির চারভাগের একভাগ (১/৪) পাবেন। খ. যদি সন্তান না থাকে তাহলে স্বামী মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ (১/২) পাবেন। স্ত্রী স্বামীর সম্পত্তি কতটা পাবেন ? ক. সন্তান থাকলে স্ত্রী স্বামীর সম্পত্তির আট ভাগের এক ভাগ (১/৮) পাবেন। খ. যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ (১/৪) পাবেন। গ. যদি মৃতের একাদিক স্ত্রী থাকেন তাহলে কোরআনে বর্ণিত অংশ স্ত

কোন অপরাধে সাহায্য-সহায়তা বা প্ররোচনা করলে আপনার কি শাস্তি হতে পারে?

আপনি যদি মৃত্যুদন্ডমূলক অথবা যাবজ্জীবনমূক দন্ডের এমন কোন অপরাধে সহায়তা দান করেন তাহলে দন্ডবিধির ১১৫ধারার অধিনে যদি অপরাধটি সংগঠিত না হয় তাহলে ৭বছর সশ্রম বা বিনাশ্রম কারদন্ডে এবং অর্থদন্ডেও দন্ডিত হবেন।আর যদি অপরাধটি সংগঠিত হয় বা ভোক্তভোগী আঘাত পাপ্ত হয় তাহলে ১৪বছরের পর্যন্ত যেকোন প্রকার কারাদন্ডে দন্ডিত হবেন এবং অর্থদন্ডও হবে। উপরে উল্লেখিত এইরকম অপরাধ ছাড়া বাকী অন্য যে কোন অপরাধে দন্ডবিধির ১০৯ধারার অধিনে সহ ায়তা করলে অপনাকে ঐই অপরাধের জন্য যে শাস্তি রয়েছে তাই দেওয়া হবে,যদি না দন্ডবিধি আইনে আলাদা কোন শাস্তির বিধান এমন অপরাধে সহায়তাদানকারীর জন্য রাখা হয়েছে। আপনি যদি কোন অপরাধে সহায়তা করেন এবং সে অপরাধ সংঘটন কালে আপনার সহায়তা দানকারক সময়ে অন্য কোন একটি নতুন অপরাধ ঘটে তাহলে আপনিও দন্ডবিধির ১১১ধারা অনুসারে ঐই ঘটিত ভিন্ন অপরাদে সহায়তা করলে যে শাস্তি হত ঐই একই শাস্তি অপনাকে দেওয়া হবে যদিও আপনি এই অপরাধে সহায়তা করেনি। আপনি যদি কোন অপরাধে সহায়তা করেন এবং অপরাধটি ঘটানোর সময় ঐই ঘটনা স্থলে উপস্থিত ছিলেন তাহলে আপনি দন্ডবিধির ১১৪ধারা অনুসারে ঐই অপরাধের অপরাধী বলে অভিযুক্ত হবে