Posts

Showing posts from October, 2017

আত্মরক্ষার জন্য খুন (murder for self-defence)

Image
আত্মরক্ষার জন্য খুন!! দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ১০০ আনুযায়ী আপনি ব্যক্তিগত আত্মরক্ষার জন্য   খুন পর্যন্ত করতে পারেন।   তবে মনে রাখতে আপানার যখন সমস্যা হবে শুধু মাত্র তখনই তা প্রয়োগ করতে পারবেন! যদি সঠিক সময় না করেন তবে তা খুন হয়ে যাবে। নিম্নের ৬ অবস্তায় আপনি খুন করতে পারবেনঃ ১।     যদি এমন আক্রমণ আপনার উপর হয় যাতে ন্যায় সঙ্গত ভাবে সাথে সাথে আপনি প্রতিহত না করলে আপনার মৃত্যু হতে পারে। এমন আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে আপনি মৃত্যু ঘটাতে পারেন। এমন আক্রমণ হলেও হবে যার দ্বারা মৃত্যু আতঙ্ক সৃস্টি করে। ২। এমন আক্রমণ যার দ্বারা মারাত্মক জখম হওয়ার সম্বাবনা থাকে। যদি প্রতিহত না করা হয় মারাত্মক জখমই হবে! ৩। ধর্ষণের জন্য আক্রমণ করলে। যদি এমনটা নিশ্চিত হয় মৃত্যু না ঘটালে এখন ধর্ষণ হবে, তবে সেটা অবশ্যয়ই ধর্ষণের চেষ্টা করার সময় বা ধর্ষণের সময় হতে হবে। ৪। অসাবাভাবিক কামনা করার জন্য আক্রমণ করলে। ৫। মানুষকে তুলে নেওয়া বা অপহরণ করার জন্য আক্রমণ করা হয়। যদি কাওকে তুলে নেওয়ার সময় অন্য যে কেহ অপহরণ কারীকে মৃত্যু ঘটাতে পারবে। ৬। যদি কোন ব্যাক্তি কে বেয়াইনি আটক রাখার আভিপ্রায়ে   আক্রমণ করে। এমন

কাজী বা নিকাহ রেজিস্টার ফি কত টাকা?

Image
কাজী বা নিকাহ রেজিস্টার ফি কত টাকা? মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা, ২০০৯-এর ২১ বিধি অনুযায়ী নিকাহ ও তালাক নিবন্ধন ফি বাবদ একজন নিকাহ রেজিস্টার ৪ লক্ষ টাকা পর্যন্ত দেনমহরের ক্ষেত্রে প্রতি ১ হাজার টাকায় ১২ টাকা ৫০ পয়সা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। দেনমোহরের পরিমাণ ৪ লক্ষাধিক হলে পরবর্তী প্রতি ১ লক্ষ টাকা দেনমোহরের জন্য ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। তবে দেনমোহরের পরিমান যাই হোক সর্বনিম্ন ফি ২০০ টাকার কম হবে না। মুসলিম বিবাহ ও তালাক বিধিমালা, ২০০৯-এর ২১ বিধি অনুযায়ী তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি গ্রহণ করতে পারবেন রেজিস্টার। নকল প্রাপ্তি ফি ৫০ টাকা, যাতায়াত বাবদ প্রতি কিলোমিটার ফি ১০ টাকা ও তল্লাশি ফি ১০ টাকা গ্রহণ করতে পারবেন। বিয়ের নিবন্ধন ফি বর কতৃক পরিশোধ করতে হবে এবং তালাকের ক্ষেত্রে যে পক্ষের উদ্যোগে তালাক নিবন্ধন করা হবে সে পক্ষ কতৃক পরিশোধ করতে হবে।   আপনার যেকোন আইনি প্রয়োজনে কল করুন  ০১৬১৮৯৮৯৭৯৭

নামজারি করতে সরকারী খরচ কত?

Image
  নামজারি করতে সরকারী খরচ কত?  টাকা খরচ হয় তার তালিকা। আইন জানুন, সচেতন হোন, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে একটিভ থাকুন শেয়ার করে অন্যকে সচেতন করুন"!!   আপনার যেকোন আইনি প্রয়োজনে কল করুন ০১৬১৮৯৮৯৭৯৭