Posts

Showing posts from May, 2018

ভিকটিমের কি দোষ?

Image
ভিকটিম কারও শরির ও সম্পত্তির বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে থানায় জি আর  মামলা দায়ের হতে পারে। এই জিআর মামলা হওয়াই তার কাল। আদালতে তার পক্ষে মামলা পরিচালনার নাম করে অাসামি আর ভিকটিমের মাঝে দাঁড়াবে সরকার ।  ভিকটিম সেই মামলা পরিচালনার জন্য উকিল নিয়োগের আগেই  আগ বাড়িয়ে সিআরপিসি’র ৪৯২ ধারা বলেছে সরকার সেই মামলা পরিচালনার জন্য উকিল দিবে। এ যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ভিকটিম উকিল নিয়োগের জন্য ম্যাজি. এর পারমিশন নিতে হবে ৪৯৫ ধারায় তবে তার উকিল মামলায় দাঁড়াতে পারবে। নইলে নয়। ভিকটিম উকিল নিয়োগ করলেন বটে কিন্তু রাষ্ট্রপক্ষের নিয়োজিত আইনজীবীর অনুমতি ব্যতিত ভিকটিমের আইনজীবী আদালতে সাবমিশন রাখতে পারবে না। তাকে রাষ্ট্রপক্ষের পিপি’র নিরদেশনায় কাজ করতে হবে অন্তত সিআরপিসি’র ৪৯৩ ধারা তাই বলছে। অপরাধের শিকার হয়েও ভিকটিমকে হতে হয় আদালত কিংবা সরকারের মুখাপেক্ষি। ভাবটা এমন বিচার চাস? নিবি, তো যেভাবে দিব আমি। আবার সেই মামলাকে সরকার যখন তখন প্রত্যাহারও করে নিতে পারেন ৪৯৪ ধারার ক্ষমতায়। তো ভিকটিমের কি অন্যায়? সরকারের পুলিশই তো তদন্ত করে আসামি বানিয়েছিল।  এখন আবার সেই সরকারের আবার দ