একই অভিযোগের বিষয়ে এক ব্যক্তিকে দুইবার শাস্তি দেওয়া যায় কিনা?

একটি মামলায় পূর্বে খালাস পেয়েছে খালাসে সংক্ষুব্ধ হয়ে বাদী পুনরায় নতুন মামলা করতে পারবেনা। এক্ষেত্রে আপিল করা যাবে। তবে বিচার কাজ সম্পন্ন হওয়া কোন অভিযোগে নতুন করে মামলা করা যাবে না।


বাংলাদেশ সংবিধানের ৩৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, "এক অপরাধের জন্য কোন ব্যক্তি কে একাধিকবার ফৌজদারি তে সোপর্দ ও দন্ডিত করা যাবে না।"


ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারায় বলা হয়েছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না।  অর্থাৎ যদি কোন ব্যক্তি একটি অপরাধে একবার দণ্ডিত অথবা খালাসপ্রাপ্ত হয়ে থাকে একই অপরাধে তাকে পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে না তবে কোন পক্ষ যদি সংক্ষুব্ধ হয়ে থাকে সেক্ষেত্রে তাকে আপিল করতে হবে। উল্লেখ্য যে একবার চার্জ গঠন করা হলে বিচার সম্পন্ন হোক আর না হোক নতুন করে একই অপরাধে ওই ব্যক্তিকে নতুন মামলা দেওয়া যাবে না। 


ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারা প্রয়োগ করতে হলে তিনটি শর্ত প্রযোজ্য হবে।


১. অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধ চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে।

২. উক্ত বিচার অবশ্যই একটা সম্পূর্ণ কোন আদালত কর্তৃক হতে হবে।

৩. বিচারে অবশ্যই খালাস অথবা দণ্ডাদেশ থাকতে হবে।

এই তিনটি শর্ত পূরণ করলে কাউকে পুনরায় বিচার করা যাবে না। 

Nemo debet bis vexari নীতি অনুযায়ী চার্জের পরে পুনরায় নতুন মামলা করে বিচার করা যাবে না।

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।

পুলিশের তদন্ত রিপোর্ট কি ও কত ধরনের