পিতা মাতার ভরণ-পোষণ পাওয়ার আইনগত অধিকার।

পিতা মাতা আইনগত ভাবে সন্তান থেকে ভরণপোষণ পাওয়ার অধিকারী। ভরণপোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে, পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩। প্রণয়ন করা হয়েছে।

উক্ত আইনে ভরণপোষণ ভরণপোষণ দিতে সন্তানদের বাধ্য করা হয়েছে। সন্তান বলতে সামর্থ্যবান কন্যা এবং পুত্র উভয়কে বুঝাবে।

পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এর ধারা ৩ এ উল্লিখিত পিতা মাতার অধিকার সমূহ:

১) প্রত্যেক সন্তানকে তাহার পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিতে হইবে।

(২) কোন পিতা-মাতার একাধিক সন্তান থাকিলে সেইক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করিয়া তাহাদের পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিবে।


(৩) এই ধারার অধীন পিতা-মাতার ভরণ-পোষণ নিশ্চিত করিবার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতা-মাতার একইসঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করিতে হইবে।


(৪) কোন সন্তান তাহার পিতা বা মাতাকে বা উভয়কে তাহার, বা ক্ষেত্রমত, তাহাদের ইচ্ছার বিরুদ্ধে, কোন বৃদ্ধ নিবাস কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদা আলাদাভাবে বসবাস করিতে বাধ্য করিবে না।


(৫) প্রত্যেক সন্তান তাহার পিতা এবং মাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখিবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করিবে।


(৬) পিতা বা মাতা কিংবা উভয়, সন্তান হইতে পৃথকভাবে বসবাস করিলে, সেইক্ষেত্রে প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাহার, বা ক্ষেত্রমত, তাহাদের সহিত সাক্ষাত করিতে হইবে।

 

(৭) কোন পিতা বা মাতা কিংবা উভয়ে, সন্তানদের সহিত বসবাস না করিয়া পৃথকভাবে বসবাস করিলে, সেইক্ষেত্রে উক্ত পিতা বা মাতার প্রত্যেক সন্তান তাহার দৈনন্দিন আয়-রোজগার, বা ক্ষেত্রমত, মাসিক আয় বা বাৎসরিক আয় হইতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা বা মাতা, বা ক্ষেত্রমত, উভয়কে নিয়মিত প্রদান করিবে।


উক্ত আইনের ৪ ধারায় বলা হয়েছে, পিতা না থাকলে তার পরিবর্তে দাদা দাদি এই আইনের অধিকারগুলো উপভোগ করবে এবং মাথা না থাকলে নানা নানি উক্তরূপ অধিকার পাবে।



পিতামাতার ভরণপোষণ না দিলে শাস্তি:

উক্ত আইনের ৫ ধারায় পিতামাতাকে ভরণপোষণ না দিলে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে অনূর্ধ্ব ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত হবে।

যদি পুত্রের স্ত্রী অথবা কন্যার স্বামী অথবা অন্য কোন নিকট আত্মীয় এইরূপ অধিকার থেকে পিতামাতাকে বঞ্চিত করতে তাদের সন্তানকে বাধা প্রদান করে তাহলে বাধা প্রদানকারী ব্যক্তি উপরুক্ত অপরাধে দোষী সাব্যস্ত হবে। তাদের কে আইনের আওতায় আনা যাবে এবং একটি শাস্তি হবে।


পিতামাতার ভরণপোষণ না দিলে যেখানে মামলা করা যাবে: পিতা মাতা কোর্টে অথবা থানায় সরাসরি মামলা করতে পারবে। 


আপনার যেকোনো সমস্যায় কল করুন: ০১৬১৮৯৮৯৭৯৭

Comments

Popular posts from this blog

২৬ এর মামলা কি! কেন মারামরি হলেই ২৬ এর মামলা করতে চাই।

সরকারি চাকরিজীবীদের গ্রেফতার ও সামরিক বরখাস্ত কখন এবং কিভাবে হয়।

পুলিশের তদন্ত রিপোর্ট কি ও কত ধরনের